ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক আরোহী।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ীর পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, বৃহস্পতিবার বিকেলে উপজেলার দক্ষিণ কেরানীগঞ্জে ইকুরিয়া এলাকায় সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই ব্যক্তির নাম মো. মনিরুল ইসলাম জানালেও তাৎক্ষণিকভাবে পুলিশ তার বিস্তারিত পরিচয় জানাতে পারেনি।
এ ঘটনায় সুজন নামে আরও এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ওই দুই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা কয়েকজনের বরাত দিয়ে পুলিশ পরিদর্শক বাচ্চু জানান, বিকেলে ওই দুইজন মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ওই এলাকার সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে কয়েকজন তাদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক মনিরুলকে মৃত ঘোষনা করেন ও আহত অপর ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানায় এ দুর্ঘটনার বিষয়ে জানানো হয়েছে ও নিহতের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
মন্তব্য করুন