ঢাকার নবাবগঞ্জে বিএনপি ও জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য ও সারাদেশে নাশকতার প্রতিবাদে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা মৎস্যজীবি লীগ এ সমাবেশের আয়োজন করেন।
এরআগে ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুনের নেতৃত্বে তুলসিখালী ব্রিজ থেকে মাঝিরকান্দা পর্যন্ত মোটর সাইকেল শোভাযাত্রা করে দলীয় নেতাকর্মীরা। পরে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে অনুষ্ঠিত হয়।
সমাবেশে ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন বলেন, বিএনপি এবার নির্বাচনে না এলে তাদের আর হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যাবে না। তাই জ্বালাও পোড়াও বন্ধ করে বিএনপিকে জনগনের কাছে ক্ষমা চেয়ে নির্বাচনে অংশগ্রহণের পরামর্শ দেন পনিরুজ্জামান তরুন।
উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. ইব্রাহীম খলীল, ড. শাফিল উদ্দিন মিয়া, এমএ বারি মোল্লা বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সুবেদুজ্জামান সুবেদ, সাংগঠনিক সম্পাদক মো. শাহিন খান, তাবির হোসেন খান পাভেল সহ মৎস্যজীবি লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও কৃষকলীগের নেতাকর্মীরা।
মন্তব্য করুন