রাজধানীর গুলিস্তানে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে চলন্ত শিকড় পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়েছে। সকাল পৌনে ৯টায় এ ঘটনা ঘটে।
বাসচালক মোহাম্মদ হালিম বলেন, ‘পল্টন থেকে কয়েকজন যাত্রী তুলছিলাম। গুলিস্তানে আসার পরেই হঠাৎ দেখি গাড়িতে ধোঁয়া। তখন বাস থামায় নাইমা যাই।’
৯টা ১০মিনিটে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে এনে।
গুলিস্তানের আহাদ পুলিশ বক্সের দায়িত্বরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুল বলেন, ‘আমরা আশপাশেই ছিলাম। এক মিনিটেই চলে আসছি।
বাসচালক আমাদের জানিয়েছে, চার থেকে পাঁচ জন যাত্রী ছিল। যাত্রীবেশেই হয়তো কেউ এই কাজ করে থাকতে পারে বলে ধারণা করছি।’ তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
মন্তব্য করুন