ফিলিস্তিনের গাজায় অবৈধ দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে ঢাকার দোহারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার শাখার উদ্যোগে বাদ আসর উপজেলা লটাখোলা করমআলী মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি থানা মোড় হয়ে রতন চত্বরে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখা সভাপতি মোঃ কামাল হোসেন মাষ্টার এর সভাপতিত্বে ও এসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা যুবায়ের আহমাদ সাকীর সঞ্চালনায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি হাফেজ মতিউর রহমান মোল্লা, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ দোহার শাখার সভাপতি মো. মোশারফ হোসেন শামীম, ছাত্র আন্দোলন দোহার শাখার সভাপতি মো. জামাল হোসেন সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এর সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন