ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সাংস্কৃতিক সংগঠন ললিতকলা একাডেমি নাফা’র আয়োজনে শারদীয় উৎসব উদযাপিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার শোল্লা ইউনিয়নের শোল্লা হাই স্কুল এন্ড কলেজ মাঠে এ অনুষ্ঠান করা হয়।
এসময় সংগঠনের পক্ষ থেকে অতিথিবৃন্দদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে নাচ, গান, আবৃত্তি, কৌতুক, যন্ত্রসংগীত, চারুকলা প্রদর্শনী ও শারদীয় বিশেষ ফ্যাশন শো’তে অংশগ্রহণ করেন নাফা’র শোল্লা, বারুয়াখালী, নবাবগঞ্জ ও কলাকোপা শাখার শিক্ষার্থীরা।
নাফার সাধারণ সম্পাদক সায়মা রহমান তুলি’র পরিকল্পনা ও পরিচালনায় এবং নাফার কর্ণধার লতিফা রহমান লতার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শোল্লা হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন আহমেদ, সাংবাদিক আজহারুল হক, সাদের হোসেন বুলু।
সার্বিক তত্তাবধানে ছিলো নাফার সভাপতি শফিউর রহমান তোতা।
মন্তব্য করুন