ঢাকার দোহারে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের প্রয়াত সভাপতি নির্মল রঞ্জন গুহ’র স্মরণে বস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার নির্মল রঞ্জন গুহ’র গ্রামের বাড়ি উপজেলার ধোরাইয়ে নয়াবাড়ি ইউনিয়নের দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।
এসময় বস্ত্র নিতে আসা পরিবারগুলো নির্মল রঞ্জন গুহের কথা মনে করে কান্নায় ভেঙে পড়েন। শোভা রানী নামে এক বৃদ্ধা বলেন, প্রায় দুই বছর আগে শীতের রাতে বালেঙ্গা বাজারে ঝুঁপড়ি ঘরে নিদারুন কষ্টে ছিলেন তিনি। সেই কষ্টেই কিনা নির্মল তার নির্মল মুখে হাসি দিয়ে বলেছিলো মা আমি আছি না। বলেই তার গায়ে জড়িয়ে দিয়েছিলো একটি চাঁদর। নির্মল রঞ্জন গুহ ার নেই তবে তার শোভারানীরা এখনো আছে এমন নির্মল রঞ্জন গুহর স্মৃতি নিয়ে।
উপস্থিত ছিলেন প্রয়াত নির্মল রঞ্জন গুহর ছোট বোন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগি অধ্যাপক এবং সহকারী প্রক্টর ড. সঞ্চিতা গুহ চৈতি, নয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যারন তৈয়বুর রহমান তরুন, নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডাঃ বিল্লাল হোসেন, সহ-সভাপতি বিশ্বজিৎ গুহ টুটুল, বীর মুক্তিযোদ্ধা মনির মোল্লা সহ আরো অনেকে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন নয়াবাইড় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জামিল মাহমুদ।
মন্তব্য করুন