সেবামুলক সামাজিক সংগঠন সালসাবিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন সামাজিক কর্মসূূচী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সংগঠনের পক্ষ থেকে নয়াবাড়ি ইউনিয়নের মধ্য ধোয়াইর আয়েশা নাসিরদ্দিন জামে মসজিদে এবং জয়নালের মোড় আশ্রাফিয়া বয়স্ক মাদরাসা ও এবাদত খানায় দুইটি গভীর নলকূপ স্থাপনা করা হয়। এছাড়া পূর্ব ধোয়াইর গ্রামের একটি কাঁচা রাস্তায় সংস্কার করেন সংগঠনের কর্মীরা।
সালসাবিল ফাউন্ডেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ডাঃ আবুল কালাম উপস্থিত থেকে এসব কাজের উদ্বোধন করেন।
উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ তাবারক আলী বেপারী, সাধারন সম্পাদক মোঃ মাওলানা আসাদুল্লাহ বেপারী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুস সালাম শাহিন, অর্থ সম্পাদক মোঃ ওমর ফারুক পরশ, প্রচার সম্পাদক মোঃ ইউসুফ খান, সদস্য মনির হোসেন, আহম্মদ আলী ও মাওলানা মোঃ ইউসুফ সহ আরো অনেকে।
মন্তব্য করুন