PRIYOBANGLANEWS24
১ অক্টোবর ২০২৩, ৯:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে কালীগঙ্গা নদীতে বর্ণিল নৌকা বাইচ প্রতিযোগিতা

গ্রাম বাংলার শত বছরের ঐতিহ্য নৌকা বাইচকে কেন্দ্র করে ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের পাতিলঝাপ কালিগঙ্গা নদীতে পুরো বিকেল জুড়ে হেঁইয়ো হেঁইয়ো ধ্বনি ও টান টান উত্তেজনা বিরাজ করে। নৌকা বাইচ দেখতে নদীর দুইপারে কয়েক লাখ জনতা ভিড় জমায়। শনিবার উপজেলার পাতিলঝাপ ও দত্তখন্ড গ্রামবাসীর উদ্যেগে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির সভাপতি দেওয়ান তুহিনূর রহমান

নৌকা বাইচে চ্যাম্পিয়ন হয়েছে নবাবগঞ্জের সেনার বাংলা এবং সিংগাইরের বলধরার প্রবাসী রানার্সআপ হয়েছে।
পরে চ্যাম্পিয়ন নৌকাকে মোটর সাইকেল এবং রানার্সআপকে ফ্রিজ পুরস্কার দেয়া হয়েছে।

নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটির সাধারণ সম্পাদক রাশিম মোল্লা বলেন, আমাদের এই ক্রীড়া সংগঠন দেশের বিভিন্ন জেলা, উপজেলায় যেসব স্থানে আগে নৌকা বাইচ হতো। কিন্তু এখন নানা কারণে বন্ধ হয়ে গেছে। সেসব এলাকার আয়োজকদের বাইচ আয়োজনে উদ্বুদ্ধ করি। তিনি বলেন, বাইচ আয়োজন এখন অনেক ব্যয় বহুল। সরকারের পক্ষ থেকে ফুটবল, ক্রিকেট খেলার আয়োজন করলেও নৌকা বাইচ আয়োজনও করা হয় না। এমনকি কোনো সহযোগিতাও করে না। তবে এলাকাবাসীর সহযোগিতায় এখনো নৌকা বাইচ আয়োজন করা হচ্ছে। আমাদের সংগঠনের পক্ষ থেকে দাবি করছি প্রতিটি জেলা উপজেলায় একটি করে নৌকা বাইচ আয়োজনের।

সাধারণত বর্ষা মৌসুম অনেক পানি থাকে কিন্তু গত কয়েক বছর ধরে নদীতে পর্যাপ্ত পানি নেই। নানা কারণে বিলুপ্তির পথে হাজার বছরের ঐতিহ্যবাহী নৌকা বাইচ। আবহমান গ্রাম বাংলার এই ঐতিহ্য ধরে রাখতে সরকারের পক্ষ থেকে তেমন কোনো উদ্যোগ চোখে পড়ে না। তবে গ্রামবাসীর উদ্যোগে এখনো হচ্ছে সুস্থ বিনোদনের এই উৎসব। এক সময় বর্ষায় নৌকা বাইচ ছিল দেশের প্রধান উৎসব। প্রতি বছর বর্ষাকালে ভরা ভাদ্রে এ উৎসব পালিত হয়।

থৈ থৈ পানি, মাঝি-মাল্লার বৈঠার ছন্দ আর লাখো দর্শনার্থীর হৈ হৈ রব, কাঁশি-বাঁশি আর ঝাঁজরের সুর, ছলাৎ ছলাৎ ঢেউ আর দর্শনার্থীর করতালিতে মুখোরিত হয়ে ওঠে চান্দহর ধলেশ্বরী নদীর দুই তীর। পানি ছিটিয়ে ও বাশি বাজিয়ে নৌকার দলনেতা সতীর্থদের এগিয়ে যাওয়ার প্রেরণা ও উৎসাহ জোগান।

বাংলা ও বাঙালির চিরায়ত সংস্কৃতির প্রাচীনতম এ উৎসব উপভোগ করতে শিশু-কিশোর, নারী-পুরুষ, বৃদ্ধ নির্বিশেষে সকলেই মেতে ওঠে আনন্দে-উল্লাসে। নদীর পাড়ে বসে গ্রাম্যমেলা। আল্লায় বলিয়া নাও খোলরে ভাই সক্কলি। আল্লাহ বলিয়া খোলো। ওরে আল্লা বল নাও খোল শয়তান যাবে দূরে। ওরে যে কলমা পইড়া দেছে মোহাম্মদ রাসূলরে ভাই সক্কল’ এই সারি গানের তালের ঝোঁকে ঝোঁকে বৈঠা টানের মধ্যদিয়ে গ্রাম বাংলার শত বছরের ঐতিহ্যের নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।

নৌকার দলনেতা ঝাঁজ ও কাঁশি বাজিয়ে সতীর্থদের এগিয়ে যাওয়ার প্রেরণা ও উৎসাহ জোগান। বাংলা ও বাঙালির চিরায়ত সংস্কৃতির প্রাচীনতম এ উৎসব উপভোগ করতে শিশু-কিশোর, নারী-পুরুষ, বৃদ্ধসহ নির্বিশেষে সকলেই মেতে ওঠে আনন্দে-উল্লাসে। নৌকা বাইচে ঢাকা, মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জের বিভিন্ন এলাকা থেকে ৭টি ঘাসী নৌকা অংশগ্রহণ করে।

ঢাকা থেকে আসা ৮০ বছরের এক বৃদ্ধ বলেন, অনেক বছর পর এই নৌকা বাইচ দেখতে আসলাম। ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ দেখে অনেক ভালো লাগলো। তবে প্রতি বছরই যদি এই নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হতো তাহলে অনেক ভালো হতো। কারণ বর্তমান সময়ে এই নৌকা বাইচ প্রতিযোগিতা হারিয়ে যাচ্ছে। তার মতো আরও অনেকে দর্শনার্থী নদীর দুই কূলজুড়ে নৌকা বাইচ দেখতে লাখো দর্শনার্থী উপস্থিত হয়। ঢাকাসহ আশপাশের মুন্সীগঞ্জ ও মানিকগঞ্জ জেলার বিভিন্ন এলাকার দর্শনার্থীরা তাদের পরিবার নিয়ে এ নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করতে উপস্থিত হন। এ সময় নদী পাড়ে আসা দর্শনার্থীদের মধ্যে বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা গেছে।

সরজমিন নৌকা বাইচ উপলক্ষে নদীর দুই তীরে হাজারো দর্শনার্থীর উপস্থিতি দেখা গেছে। সেখানে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মেলা। স্থানীয়রা বলছেন, নৌকা বাইচ উপলক্ষে তাদের বাড়িতে এসেছিল অনেক নতুন অতিথি। বাড়িতে বাড়িতে আয়োজন করা হয় নানা মুখরোচক খাবারের। এমন আয়োজনে খুশি তারা।

আয়োজক কমিটির সভাপতি দেওয়ান তুহিনুর রহমান জানান, গ্রামবাসীর সার্বিক সহযোগিতায় কালীগঙ্গা নদীর পাতিলঝাপ পয়েন্টে নৌকা বাইচ অনুষ্ঠিত হচ্ছে। আগামীতেও এমন নৌকা বাইচের আয়োজন করা হবে।

পাতিলঝাপ কালিগঙ্গা নদীতে ৭টি ঘাসী নৌকা অংশ গ্রহণ করে। নৌকাগুলো হলো-বলধরার ঐতিহ্য ( সিংগাইর), বলধরার প্রবাসী ( সিংগাইর), একতা এক্সপ্রেস( সিংগাইর), সোনার বাংলা ( নবাবগঞ্জ), নয়ন মনি( সিংগাইর), সবুজ বাংলা(মানিকগঞ্জ ) ও জনতা এক্সপ্রেস (মানিকগঞ্জ )।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেন্ট ইউফ্রেজিস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে ফল উৎসব অনুষ্ঠিত

একজন ক্রীড়া সংগঠক রাশিম মোল্লা

নবাবগঞ্জে ধনচেক্ষেত থেকে যুবদল নেতার লাশ উদ্ধার

১০ বছরে পদার্পণ করল নবাবগঞ্জ রোইং ক্লাব

দোহারে শিক্ষার মানোন্নয়নে সভা

ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সদস্য ফরম বিতরণ কর্মসূচির উদ্বোধন

চরখলসী নবজাগরণ যুব সংঘ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট: নবাবগঞ্জ একাডেমি চ্যাম্পিয়ন

আইনে অন্তর্ভূক্ত না হওয়ায় মৃত্যুর বিচারও পান না অনেক গৃহ শ্রমিক

নবাবগঞ্জে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

নবাবগঞ্জে জামায়াতে ইসলামীর দোয়া মাহফিল

১০

‘ইনসাফ’ সিনেমায় দোহারের বিল্লাল মাহমুদ

১১

নবাবগঞ্জে মোটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

১২

নবাবগঞ্জ ও দোহারে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা শুরু

১৩

নবাবগঞ্জে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস প্রোগ্রাম

১৪

ইন্টার স্কুল ও কলেজ ইনডোর রোইং প্রশিক্ষণ চলছে

১৫

বিআইডব্লিউটিএ এর ঠিকাদার কল্যাণ সমিতির কমিটি গঠন: সভাপতি টিপু, সম্পাদক আনু

১৬

নবাবগঞ্জে হাতপাখা মার্কার তৃণমূল দায়িত্বশীলদের মতামত গ্রহণ অনুষ্ঠান

১৭

নয়নশ্রী ইয়ুথ ক্লাব প্রিমিয়ার লীগ ফুটবল টুর্ণামেন্ট সম্পন্ন

১৮

খানেপুরে স্কুলের প্রতিষ্ঠাতাদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৯

গ্র্যাজুয়েট এসোসিয়েশন অব নবাবগঞ্জের ঈদ পুনর্মিলনী

২০