ঢাকার কেরানীগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মদিন উপলক্ষে শহীদের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিজা খাতুন এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ শাহাবুদ্দিন, উপজেলা প্রকৌশলী মাহমুদউল্লাহ, নির্বাচন কর্মকর্তা আব্দুল আজিজ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুল ইসলামসহ অনেকে।
মন্তব্য করুন