ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আগুন লেগে ৩টি ঘরসহ আসবাবপত্র পুড়ে গেছে। শনিবার বিকাল সাড়ে ৩ টার দিকে নবাবগঞ্জ উপজেলা সদর সেতু ক্লিনিকের পিছনে ডোম জামালের বাড়িতে এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রতক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রথমে জামালের ভাই জাহাঙ্গীর জামালের ঘরের ভিতর আগুন দেখে ডাক চিৎকার দেয়। এ সময়ে স্থানীরা এসে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেয়। সংবাদ পেয়ে দোহার ফায়ার সার্ভিসের কর্মীরা আধা ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ করতে পারলেও এসময়ের মধ্যে জামাল ও তার ভাই বাবুর ঘরসহ ৩টি ঘর ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায় ।
বাড়ির মালিক জামালের দাবি, তার ভাই বাবুর ঘরে থাকা নগদ ৮ লাখ টাকা, ফ্রিজ, টেলিভিশন, আসবাবপত্র ও ৩টি ঘর পুড়ে অনেক ক্ষতি হয়েছে ।
দোহার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তামিম হাওলাদার বিষয়টি নিশ্চত করে বলেন, আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা জানা যায়নি। তবে আগুন নিয়ন্ত্রণ হয়েছে।
নবাবগঞ্জ থানার উপ-পরদর্শক সোহেল মোল্লা জানান, রান্নাঘর থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মন্তব্য করুন