উৎসব মুখর পরিবেশে ঢাকার নবাবগঞ্জে বাংলাদেশী বনাম প্রবাসী বাংলাদেশী মধ্যকার ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বারুয়াখালী ন্যাশনাল ক্লাব মাঠে জাকজমকপূর্ণ এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বারুয়াখালী, শিকারীপাড়া ও জয়কৃষ্ণপুরের খেলোয়াররা অংশগ্রহণ করেন।
টানটান উত্তেজনাপূর্ণ খেলায় প্রথমার্ধে ১-১ গোলে সমতায় ছিলেন দুই দল। দ্বিতীয়ার্ধে শুরুতে আরো এক গোলে এগিয়ে যায় প্রবাসী বাংলাদেশীরা। তবে গোলের ব্যবধান বেশিক্ষন ধরে রাখতে পারেনি তারা। বাংলাদেশী খেলোয়াররা গোল করে ২-২ গোলে সমতায় ফেরেন। তবে খেলার শেষ দিকে প্রবাসী বাংলাদেশীরা ৩য় গোল করে তাদের বিজয় নিশ্চিত করেন। নির্ধারিত সময়ে প্রবাসী বাংলাদেশী খেলোয়াররা নৈপুণ্যতা দেখিয়ে ৩-২ গোলের ব্যবধানে বাংলাদেশি খেলোয়ারদের পরাজিত করে।
খেলায় দুই দলের জার্সি দেন লিবে ফাউন্ডেশন। বিজয়ী দলকে পুরস্কার হিসেবে দেওয়া হয় ৩০ হাজার টাকা।
এসময় উপস্থিত ছিলেন সিদ্দিকুর রহমান,শাহীন ভূঁইয়া,ফারুক হোসেন, শ্যামল খান, তারেক খান সহ আরো অনেকে। খেলায় ধারাভাষ্যকার ছিলেন লুৎফর ভূঁইয়া ও জামান উদ্দিন।
মন্তব্য করুন