“ভূমি সেবা ডিজিটাল বদলে যাচ্ছে দিনকাল” শ্লোগানকে সামনে রেখে কেরানীগঞ্জের বিভিন্ন মৌজার ডিজিটাল জরিপ বিষয়ে গণসংযোগ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে আটি বাজারের জয়নগর মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।
কেরানীগঞ্জ উপজেলা সেটেলমেন্ট অফিসের আয়োজনে কেরানীগঞ্জ সেটেলমেন্ট অফিসার মোঃ শহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা সেটেলমেন্ট অধিদপ্তরের উপসচিব মোঃ আশরাফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ ও কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সল বিন করিম।
আরো উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার(ভূমি) মোঃ সাহাদাৎ হোসেন, কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিণ সহকারী কমিশনার (ভূমি) আমেনা মারজান সহ আরো অনেকে।
অনুষ্ঠানে আগত ভূমি মালিকদের বিভিন্ন সমস্যা সমাধান ও সচেতন করার জন্য জরিফ বিষয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
মন্তব্য করুন