ঢাকার নবাবগঞ্জে ইজিবাইকের চাকার কুকুর চলে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে চালক হাশেম উদ্দিন (৭৫) নিহত হয়েছেন।
সোমবার উপজেলার কলাকোপা হাড়ভাঙ্গা ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, সকালে হাশেম উদ্দিন প্রতিদিনের মতো তার ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে হাড়ভাঙ্গা ব্রিজের ঢালে নামার সময় একটি কুকুর দৌড়ে এসে তার ইজিবাইকের নীচে পড়লে ইজিবাইক উল্টে যায়। এতে চালক হাশেম গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
মন্তব্য করুন