বাংলাদেশের ক্ষুদ্রঋণ খাতের নিয়ন্ত্রক সংস্থা মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির পরিচালক হিসেবে পদোন্নতি পেলেন ঢাকার দোহারের কৃষিবিদ কে,এ,এম,এম,রইসুল ইসলাম।
রইসুল ইসলাম দোহার উপজেলার দক্ষিণ শিমুলিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহম্মদ খান ও পারুল বেগম এর পুত্র এবং মৌলভী রুস্তম আলী খাঁ এর দৌহিত্র।
তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। যুব উন্নয়ন অধিদপ্তরের সিনিয়র প্রশিক্ষক হিসেবে ২০০৩ সালে মাদারীপুরে কর্ম জীবন শুরু করেন, ২০০৪ সালে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হিসেবে যোগদান করেন এবং ২০১০ সাল হতে উপপরিচালক হিসেবে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি’তে দায়িত্ব পালন করছিলেন।
মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি’র নতুন এ দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য তিনি সকলের নিকট সহযোগিতা কামনা করেছেন ।
মন্তব্য করুন