ঢাকার নবাবগঞ্জ উপজেলায় অনিবন্ধিত প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার ও ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার বারুয়াখালী বাজারের বন্ধন ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে মো. সোহেল রানা (৩৭) নামে একজন সহযোগী ভুয়া চিকিৎসকে সাজা এবং নিবন্ধন না থাকায় ওই প্রতিষ্ঠানকে জরিমানা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম।
সুত্র জানায়, মো.সোহেল রানা মূলত ওই প্রতিষ্ঠানের একজন এমবিবিএস চিকিৎসকের সহযোগী। এমবিবিএস চিকিৎসক সহকারি প্রফেসর মো. আনোয়ার হোসেন বন্ধন ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারে প্রতি শুক্রবার রোগী দেখেন। কিন্তু তার সহকারী মো. সোহেল রানা সপ্তাহের অবশিষ্ট দিনগুলোতে নিজেই রোগী দেখেন। এছাড়া আল্ট্রাসনোগ্রাফির রিপোর্ট নিজেই করেন এবং নিজ স্বাক্ষরে সেগুলো রোগীদের সরবরাহ করেন। তিনি অনেক দিন ধরেই সাধারণ মানুষের সাথে এভাবে প্রতারণা করে আসছে। বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল এর নিবন্ধন ব্যতীত, এমবিবিএস ডিগ্রী না থাকা স্বত্তেও চিকিৎসক পরিচয়ে রোগী দেখার অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে ৩ দিনের বিনাশ্রম সাজা প্রদান ও প্রতিষ্ঠানটির নিবন্ধন না থাকায় মালিককে নগদ ৪ হাজার টাকা জরিমানা করেন সেই সাথে নিবন্ধন ছাড়া ক্লিনিক না চালানোর জন্য নির্দেশ প্রদান করেন নির্বাহি ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম।
ভ্রাম্যমান আদালত পরিচালনা কাজে কাগজপত্র যাচাই বাছাইয়ে সহযোগিতা করেন নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. মেজবাহ উদ্দিন ও নবাবগঞ্জ থানা পুলিশ।
নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম বলেন, অনিবন্ধিত প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার এবং ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন