টেকনাফের কুখ্যাত মাদক ব্যবসায়ী জামাল উদ্দিনকে (৩৫) ১৫শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে দোহার থানা পুলিশ। বুধবার বিকালে দোহার উপজেলার বড় ইকরাশি এলাকায় থেকে তার গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জামালউদ্দিন চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার বটতলী গ্রামের জসিমউদ্দিনের ছেলে। সে বর্তমান কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াপাড়া থাকেন।
পুলিশ সূত্রে জানা যায়, টেকনাফের চিহ্নিত মাদক ব্যবসায়ী জামাল টেকনাফ থেকে ইয়াবা নিয়ে দোহারে আসেন বিক্রি করা জন্য। বুধবার বিকালে উপজেলার বড় ইকরাশি এলাকায় অভিযান চালিয়ে ১৫শ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে দোহার থানায় নিয়মিত মাদক মামলায় বৃহস্পতিবার জামালকে আদালতে পাঠানো হয়েছে। জামালের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
দোহার সার্কেল এএসপি মো. আশরাফুল আলম জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান চলমান থাকবে।
মন্তব্য করুন