ঢাকার দোহারে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে রাকিব দেওয়ান নামে একজনকে আটক করেছে ভ্রাম্যমান আদালত। পরে তাকে ৬০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম মুস্তাফিজুর রহমান।
রাকিব দেওয়ান উপজেলার বড় বাস্তা গ্রামের পান্নু দেওয়ানের ছেলে।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, বুধবার দুপুরে উপজেলার কুসুমহাটি ইউনিয়নের কোঠাবাড়ী চক এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনাকালে ফসলি জমি থেকে ভেকু দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলন করার সময় রাকিব দেওয়ানকে আটক করা হয়। এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় তাকে ৬০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানের সহযোগিতা করেন দোহার থানা পুলিশ।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মুস্তাফিজুর রহমান বলেন, অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন