বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে দোহারের বাসিন্দা সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা মোঃ জিল্লুর রহমান। সদ্য ঘোষিত স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটিতে সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন তিনি।
জানা যায়, জিল্লুর রহমান ২০০১ সালে কার্তিকপুর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করে ভর্তি হন জয়পাড়া কলেজে। সেখানেই ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত হন তিনি। ২০০৪ সালে জয়পাড়া কলেজ ছাত্র সংসদে পাঠাগার সম্পাদক নির্বাচিত হন তিনি। এরপর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হলে শুরু হয় তার বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক রাজনীতির পথচলা। হয়েছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। সাবেক এই ছাত্রনেতা সর্বশেষ স্থান পেলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটিতে।
জিল্লুর রহমান দোহার উপজেলার সুন্দরীপাড়া গ্রামের বাসিন্দা।
মন্তব্য করুন