‘উপহার যাবে দ্বারে দ্বারে, ঈদ আনন্দ ঘরে ঘরে’ এই শ্লোগানে ঢাকার দোহার উপজেলার নয়াবাড়ি প্রবাসী ফাউন্ডেশনের আয়োজনে প্রতি বছরের ন্যায় এ বছরেও পাঁচ শতাধিক অসহায় পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নয়াবাড়ি জয়নালের মোড়ে এই সামগ্রী বিতরণ করা হয়।
জহিরুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন।
এসময় উপস্থিত ছিলেন নয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়বুর রহমান তরুন, প্রবাসী ফাউন্ডেশনের সিনিয়র সহ সভাপতি দিপু শিকদার, নূর আলম খান, শিরন কাজী, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক মনির হোসেন, সিনিয়র কার্যকারী সদস্য মোঃ ঝান্টু ভূঁইয়া, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেন, প্রচার সম্পাদক মোঃ জসিম খান।
অতিথি হিসেবে ঢাকা জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ শাখাওয়াৎ হোসেন নান্নু, নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডাঃ বিল্লাল হোসেন, সাবেক সাধারন সম্পাদক শহিদ খান, ইউনিয়ন যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম রবিউল, নুরু ভৃঁইয়া, সোহরাব মেম্বার, বকুল মেম্বার, শহিদুল ইসলাম মেম্বার, সাবেক মেম্বার জয়নাল আবেদিন, আব্দুল মান্নান মাদবর, জাহাঙ্গীর আলম মাস্টার উপস্থিত ছিলেন।
এছাড়া ভার্চুয়ালে প্রবাস থেকে যুক্ত ছিলেন প্রবাসী ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আমিনুল ইসলাম ঝিলু, মনির হোসেন খান, প্রবাসী ফাউন্ডেশনের সভাপতি শেখ শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক শামীম হোসেন, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, কোষাধ্যক্ষ দেওয়ান মুজিবুর রহমান, সহ-কোষাধ্যক্ষ সম্পাদক আব্দুল হালিম, ত্রান বিষয়ক সম্পাদক মীর শাহিন।
নয়াবাড়ি প্রবাসী ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীবৃন্দের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের প্রধান সমন্বয়ক মনির হোসেন ভূঁইয়া ও স্বেচ্ছাসেবক ক্যাপটেন ইলিয়াস হোসেন জনি।
এর আগে পবিত্র কোরআন থেকে তেলোয়াতের মধ্যেদিয়ে অনুষ্ঠানটি শুরু করেন হাফেজ শেখ দাউদ ইসলাম।
মন্তব্য করুন