1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০২:২০ অপরাহ্ন

নবাবগঞ্জে বালুবাহী ট্রাকের চাপায় প্রাণ গেল শিশু শ্রমিকের

সিনিয়র প্রতিবেদক:
  • আপডেটের সময় : সোমবার, ২২ মে, ২০২৩
  • ৪২৮ বার দেখা হয়েছে।

ঢাকার নবাবগঞ্জে বালুবাহী ট্রাকের চাপায় প্রাণ গেল ইকবাল নামে এক শিশু শ্রমিকের। সোমবার দুপুরে উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের চন্দ্রখোলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইকবাল দোহার উপজেলার দক্ষিণ জয়পাড়া এলাকার মো. আকতারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দোহারের মৈনটঘাট থেকে বালু ভর্তি একটি ট্রাক নবাবগঞ্জে চন্দ্রখোলা দিয়ে যাচ্ছিলো। হঠাৎ ট্রাকটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এসময় চালক ও অন্যান্য শ্রমিকরা লাফিয়ে নিজেদের রক্ষা করতে পারলেও ট্রাকের উপরে শুয়ে থাকা ইকবাল ঐ ট্রাকের নিচেই চাপা পড়েন। শ্রমিকদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে ইকবালকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নবাবগঞ্জ থানার পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নবাবগঞ্জ থানার ওসি তদন্ত আশফাক রাজিব জানান, খবর পেয়ে লাশটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের সাথে কথা বলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর