1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৪:১০ অপরাহ্ন

বন্দুক ও পিস্তলসহ গ্রেপ্তার ৩

সিনিয়র প্রতিবেদক:
  • আপডেটের সময় : রবিবার, ২১ মে, ২০২৩
  • ৫২৫ বার দেখা হয়েছে।

নারায়ণগঞ্জের সদর থানার সৈয়দপুর এলাকা থেকে দেশীয় তৈরি বন্দুক ও পিস্তল সহ ৩জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারকে করে র‌্যাব।

গ্রেপ্তারকৃতরা হলেন, নারায়ণগঞ্জ সদর থানার বাড়ীর টেকের আ. সামাদের ছেলে মো. সোহেল (৩৩), মুন্সিগঞ্জের পশ্চিম মুক্তারপুরের আলী আক্কাসের ছেলে রহিম বাদশা (৩৫) ও একই এলাকার আলী আকবরের ছেলে প্রভাত হোসেন (৩৫)।

প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র‌্যাব-১১, সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার উপ-পরিচালক এ কে এম মুনিরুল আলম।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি ১২ বোর একনলা বন্দুক, একটি দেশীয় তৈরী পিস্তল, দুইটি সুইচ গিয়ার এবং ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত আাসামীদের বিরুদ্ধে মুন্সিগঞ্জ ও নারায়নগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে এবং আসামী মোঃ সোহেল নারায়ণগঞ্জ সদর মডেল থানার মামালা নং- ২০/১৮৬, তারিখ ১১/০৫/২০২৩ ইং রুজুকৃত মামলায় পলাতক আসামী।

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর