1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
কাঠের পুল থেকে পরে শিক্ষার্থী আহত, ঠিকাদারের বিচারের দাবিতে মানববন্ধন • PRIYOBANGLANEWS24
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৫:২১ পূর্বাহ্ন

কাঠের পুল থেকে পরে শিক্ষার্থী আহত, ঠিকাদারের বিচারের দাবিতে মানববন্ধন

সিনিয়র প্রতিবেদক
  • আপডেটের সময় : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ১৬১ বার দেখা হয়েছে।

ঢাকার দোহার উপজেলার উত্তর রাধানগর এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের একটি নির্মানাধীন ব্রীজের কাজ শেষ না হওয়ায় জনগণের ব্যবহারের জন্য বানানো হয় কাঠের পুল। যে পুল দিয়ে অন্তত প্রতিদিন ১৫/২০ হাজার মানুষ যাতায়াত করে।

শনিবার সেই কাঠের পুল প্রশাসনের কাউকে না জানিয়ে ব্রীজের কাজের ঠিকাদার দোহার পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন মাঝি আংশিক সংযোগস্থল ভেঙ্গে ফেলে।

পরে রাতে স্থানীয় ক্যামব্রিজ স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী রানা প্রাইভেট পরে বাড়িতে সাইকেল চালিয়ে ফেরার পথে ওই ব্রিজ দিয়ে পার হওয়ার সময় ব্রিজ থেকে পরে যায়। পরে তাকে গুরুতর অবস্থায় ঢাকা নিয়ে চিকিৎসা দেওয়া হয়। রানার হাত পা ভেঙ্গে গেছে বলে জানা যায়। এ ঘটনায় এলাকাবাসি রবিবার প্রায় দুই ঘন্টা উত্তর রাধানগর ব্রিজের কাছে মানববন্ধন করে।

মানববন্ধনে তারা পৌরসভা আওয়ামীলগের যুগ্ন আহবায়ক ও ঠিকাদার দেলোয়ার হোসেন মাঝির বিচার দাবি করেন। একই সাথে অসহায় পরিবারটির পাশে প্রশাসনকে দাড়াতে আহবান করেন। দেলোয়ার হোসেন মাঝির দ্রুত বিচার না করলে কঠোর কর্মসূচির ঘোষনা দেন এলাকাবাসি।

এ বিষয়ে ঠিকাদার দেলোয়ার হোসেন মাঝি বলেন, প্রশাসনকে অবগত করেই আমি বিকল্প কাঠের পুলটি ভেঙ্গে ফেলেছিলাম।

বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান রাসেদ চোকদার বলেন, এটা অত্যান্ত দুঃখজনক ঘটনা। আমি এ ঘটনার সৃষ্ট তদন্ত শেষে আইনি ব্যবস্থার নেওয়ার জন্য প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি। তবে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ঘটনার পর পর তিনি ছুটে গিয়ে তার পরিবারকে সহযোগিতার কথাও জানান বিলাসপুরের চেয়ারম্যান।

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর
© এই ওয়েবসাইটি প্রিয়বাংলা২৪নিউজ.কম দ্বারা সংরক্ষিত।
পিবি লিংক এর একটি অঙ্গ প্রতিষ্ঠান