1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
আজ হাতিরঝিলে নৌকা বাইচঅংশ নিবে নবাবগঞ্জ রোইং ক্লাব • PRIYOBANGLANEWS24
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৬:০৮ পূর্বাহ্ন

আজ হাতিরঝিলে নৌকা বাইচ
অংশ নিবে নবাবগঞ্জ রোইং ক্লাব

সিনিয়র প্রতিবেদক
  • আপডেটের সময় : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ১২৬ বার দেখা হয়েছে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী, শিশু দিবস ও বিজয় দিবস উপলক্ষে আজ শুক্রবার বিকাল ৩টায় রাজধানীর হাতিরঝিলে বঙ্গবন্ধু কাপ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ রোইং ফেডারেশনের উদ্যোগে দেশের ১০টি ক্লাবের ১০টি নৌকা অংশ গ্রহণ করবে। এতে ঢাকার নবাবগঞ্জ রৌইং ক্লাব, শাহীনবাগ রোইং ক্লাব, সিলেট রোইং ক্লাব, বরিশাল রোইং ক্লাব, বুড়িগঙ্গা রোইং ক্লাব, চুনকুটিয়া রোইং ক্লাব, নিউ ইয়ং স্টার রোইং ক্লাব, বাংলাদেশ মাঝি মাল্লা সমিতি অংশ নিবে।

নবাবগঞ্জ রোইং ক্লাবের সাধারণ সম্পাদক রাশিম মোল্লা এলাকাবাসী সবার কাছে দোয়া চেয়েছেন, যাতে নবাবগঞ্জ রোইং ক্লাব তার সফলতার ধারাবাহিকতা রক্ষা করতে পারে।

ক্লাবের সভাপতি মাসুদ মোল্লা বলেন, গত আন্তর্জাতিক নৌকা বাইচে নবাবগঞ্জ রোইং ক্লাব তৃতীয় স্থান অর্জন করেছিল। এবারের বাইচে আমরা আরো ভালো করব বলে আশা করি।

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর
© এই ওয়েবসাইটি প্রিয়বাংলা২৪নিউজ.কম দ্বারা সংরক্ষিত।
পিবি লিংক এর একটি অঙ্গ প্রতিষ্ঠান