1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
নবাবগঞ্জে প্রাণী সম্পদ প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠান • PRIYOBANGLANEWS24
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৫:৪৪ পূর্বাহ্ন

নবাবগঞ্জে প্রাণী সম্পদ প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠান

সিনিয়র প্রতিবেদক
  • আপডেটের সময় : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ৪২১ বার দেখা হয়েছে।

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় প্রাণী সম্পদ প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠান করা হয়েছে। বুধবার সকালে দোহার নবাবগঞ্জ কলেজ মাঠে এ অনুষ্ঠান করা হয়। আয়োজন করেন উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান ফজলুর রহমান। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাণী সম্পদ বিষয়ে অনেক কাজ করছেন। শুধু প্রাণী সম্পদ না দেশের মানুষের ভাগ্যোন্নয়নে সর্বক্ষেত্রে তিনি কাজ করে চলেছেন।

পরে প্রধান অতিথি প্রদর্শনীতে অংশগ্রহন করা বিভিন্ন পশু পাখির খামারীদের স্টল ঘুরে দেখেন।

সভাপত্বিত করেন, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মতিউর রহমান।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, নবাবগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ফারহানা জাহান।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, ঢাকা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ, দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আলমগীর হোসেন, নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান ভূঁইয়া কিসমত, সাধারণ সম্পাদক ও নবাবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আরিফুর রহমান শিকদার, নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. ইব্রাহিম খলিলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে খামারীদের মাঝে সনদ প্রদান ও পুরস্কার বিতরণ করা হয়।

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর
© এই ওয়েবসাইটি প্রিয়বাংলা২৪নিউজ.কম দ্বারা সংরক্ষিত।
পিবি লিংক এর একটি অঙ্গ প্রতিষ্ঠান