1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
নবাবগঞ্জে বিনামূল্যে হ্যান্ড পেইন্ট প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ • PRIYOBANGLANEWS24
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৫:১২ পূর্বাহ্ন

নবাবগঞ্জে বিনামূল্যে হ্যান্ড পেইন্ট প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

সিনিয়র প্রতিবেদক
  • আপডেটের সময় : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ১০৫ বার দেখা হয়েছে।

নারী দিবস উপলক্ষে ঢাকার নবাবগঞ্জে ৩০জন নারীকে বিনামূল্যে হ্যান্ড পেইন্ট প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ করা হয়েছে।
শুক্রবার বেলা ১২টায় নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ সভা কক্ষে দিনব্যাপি এ দেয়া হয়।

ইনভিশন একশন রিওয়ার্ড এ্যাসেট (ইয়ারা) ও নবাবগঞ্জ ললিতকলা একাডেমী এর আয়োজন করেন। ইয়ারা’র প্রতিষ্ঠাতা পরিচালক সায়মা রহমান তুলির সার্বিক তত্ত্বাবধানে এ প্রশিক্ষণ পরিচালিত হয়। দিনব্যাপি প্রশিক্ষণ প্রদান করেন সংগঠনেরই ছাত্রী আরিন খান, সুমি আক্তার, সুমাইয়া আক্তার তন্নী, সানজিদা আলম শিবলী।

সনদ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাবগঞ্জ ললিত কলা একাডেমির সভাপতি শফিউর রহমান তোতা।

অতিথি ছিলেন নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মান্নান, এম. মুহীয়্যুদদীন ভ‚ঞা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হক ফুয়াদ, কলাকোপা কোকিলপ্যারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রেনুকা রানী মন্ডল প্রমুখ।

অনুষ্ঠানে শেষে নবাবগঞ্জ ললিত কলা একাডেমির প্রাক্তন শিক্ষার্থী শ্রীবাস মন্ডলের বাঁশির সুরের মুর্ছনা উপস্থিত সকলকে বিমোহিত করে।

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর
© এই ওয়েবসাইটি প্রিয়বাংলা২৪নিউজ.কম দ্বারা সংরক্ষিত।
পিবি লিংক এর একটি অঙ্গ প্রতিষ্ঠান