ঢাকার দোহারে গুড নেইবারস বাংলাদেশ দোহার সিডিপি এর আয়োজনে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ সংক্রান্ত সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলার লটাখোলায় অবস্থিত প্রিয়বাংলা কনফারেন্স রুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম।
গুড নেইবারস দোহারের প্রজেক্ট ম্যানেজার আবুল কালামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রকিব হাসান, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য সুরুজ আলম সুরুজ, রাইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইকরাশী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একলাল উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন গুড নেইবারস বাংলাদেশ, দোহার সিডিপি এর ম্যানেজার শাহরিয়ার হোসেন।
Leave a Reply
You must be logged in to post a comment.