1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
দোহারে অস্ত্র ও মাদকসহ যুবক গ্রেপ্তার • PRIYOBANGLANEWS24
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৫:২৩ পূর্বাহ্ন

দোহারে অস্ত্র ও মাদকসহ যুবক গ্রেপ্তার

সিনিয়র প্রতিবেদক
  • আপডেটের সময় : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ৮৩৬ বার দেখা হয়েছে।

ঢাকার দোহার উপজেলায় অস্ত্র ও মাদকসহ সাইম হোসেন(২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে দোহার থানা পুলিশ। গ্রেপ্তারকৃগ সাইম হোসেন উপজেলার নারিশা গ্রামের মৃত আমির হোসেনের ছেলে।

সোমবার দোহার থানা পুলিশ জানান, রবিবার সকাল সাড়ে ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে দোহার থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল এর নির্দেশে এসআই মো. গিয়াস উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার নারিশা কবরস্থানের পাশে সাইম হোসেনের বাড়িতে আভিযান পরিচালনা চালায়। এ সময়ে সাইমের কাছ থেকে ১ রিভলবার, দুই রাউন্ড গুলি, ১টি চাইনিজ কুড়াল, ৩০ পিচ ইয়াবা এবং ২ শত পুরিয়া হেরোইন উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সাইম হোসেনের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯এ/১৯/এফ ধারা এবং ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- এর ৩৬(১) সারণির ৮(খ)/৩৬(১) সারনির ১০(ক) ধারায় দোহার থানায় পৃথক দুইটি মামলা হয়েছে।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামাল বলেন, সাইমের বিরুদ্ধে অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। সন্ত্রাস ও মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর
© এই ওয়েবসাইটি প্রিয়বাংলা২৪নিউজ.কম দ্বারা সংরক্ষিত।
পিবি লিংক এর একটি অঙ্গ প্রতিষ্ঠান