1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
গভীর রাতে অভিযান: কৃষি জমির মাটি কাটায় একজনের কারাদন্ড • PRIYOBANGLANEWS24
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৫:৩৫ পূর্বাহ্ন

গভীর রাতে অভিযান: কৃষি জমির মাটি কাটায় একজনের কারাদন্ড

সিনিয়র প্রতিবেদক
  • আপডেটের সময় : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২১৬ বার দেখা হয়েছে।

ঢাকার নবাবগঞ্জে কৃষি জমি থেকেই মাটি কেটে বিক্রির দায়ে ইব্রাহীম নামে একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত৷ শনিবার দিবাগত রাত ৩টা উপজেলার পশ্চিমা মরিচপট্টি এলাকায় এ অভিযান পরিচালনা করেন নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ: হালিম।

ইব্রাহীম বেপারি দোহার উপজেলার নারিশা ইউনিয়নের বক্স বেপারির ছেলে।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দিবাগত রাত ৩টায় উপজেলার পশ্চিম মরিচপট্টি এলাকায় অভিযান চালিয়ে কৃষি জমি থেকে মাটি কেটে বিক্রি করার অপরাধে ঘটনাস্থল থেকে দায়ী ব্যক্তিসহ মোট ৬ জনকে আটক করা। এসময় একটি ভেকু ও ৫ ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে। পরে ইব্রাহীম বেপারীকে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। অন্যদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজেস্ট্রেট মোঃ আঃ হালিম বলেন, কৃষি জমি রক্ষায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে।

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর
© এই ওয়েবসাইটি প্রিয়বাংলা২৪নিউজ.কম দ্বারা সংরক্ষিত।
পিবি লিংক এর একটি অঙ্গ প্রতিষ্ঠান