মুসলিম জাগরণের মহাকবি কায়কোবাদের ১৬৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে গুনিজন সংর্বধনা, বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে নবাবগঞ্জ উপজেলার মহাকবি কায়কোবাদ স্মৃতি সংসদের উদ্যোগে কায়কোবাদ উচ্চ বিদ্যালয়ের হলরুমে গুনিজন সংর্বধনা, বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক গণপরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা আবু মোঃ সুবিদ আলী টিপু।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উপ-সচিব বাবু কৃষ্ণেন্দু সাহা, নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাহমুদ আলী খান টুলু, বাংলাদেশ টেলিভিশনের সাবেক প্রযোজক জামিউর রহমান লেমন, কবি ও গীতিকার এমএ করিম, নবাবগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক হরগোবিন্দ সরকার অনুপ, আগলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজহার উদ্দিন কাজল।
মনির হোসেনের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি -২ সভাপতি সাংবাদিক খালিদ হোসেন সুমন ও আগলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিদুর রহমান পলাশ।
এসময় আবু মোঃ সুবীদ আলী টিপু, জামিউর রহমান লেমন, মাহমুদ আলী খান টুলু, লিয়াকত আলী লাকি, ডক্টর আবু মোঃ দেলোয়ার হোসেন, কৃষ্ণেন্দু সাহা, এমএ করিম, ডাক্তার হরগোবিন্দ সরকার অনুপকে মহাকবি কায়কোবাদ সম্মাননা রদান করা হয়।
মহাকবি কায়কোবাদ ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার আগলা ইউনিয়নের পুর্বপাড়া গ্রামের এক সভ্রান্ত মুসলিম পরিবারে ১৮৫৭ সালে ২৫ ফেব্রুয়ারী জম্ম গ্রহণ করেন।
Leave a Reply
You must be logged in to post a comment.