1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
নবাবগঞ্জে কৃষিজমির মাটি কাটার দায়ে একজনের সাজা • PRIYOBANGLANEWS24
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৫:৪৯ পূর্বাহ্ন

নবাবগঞ্জে কৃষিজমির মাটি কাটার দায়ে একজনের সাজা

সিনিয়র প্রতিবেদক.
  • আপডেটের সময় : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৬২ বার দেখা হয়েছে।

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় চুড়াইন ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে কৃষিজমির মাটি কাটার দায়ে নজরুল ইসলাম (৩৮) নামে ১ জনকে সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার সকালে সাড়ে ১০টার দিকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আ. হালিম।

সাজাকৃত নজরুল ইসলাম দোহার উপজেলার নারিশা ইউনিয়নের ইস্রাফিল বেপারীর ছেলে।

ভ্রাম্যমান আদালত সুত্র জানায়, উপজেলার চুড়াইন ইউনিয়নের গোবিন্দপুর চক এলাকায় কৃষিজমির মাটি কেটে বিক্রি করছে খবর পেয়ে সেখানে ভ্রাম্যামান অভিযান পরিচালনা করে নজরুল ইসলাম নামে এক ব্যাক্তিকে আটক করা হয়। সেই সাথে মাটি কাটার একটি ভ্যেকু ও বহনকারী মাহেন্দ্র গাড়ি জব্দ করা হয়েছে। পরে ভ্রাম্যমান আদালতে নজরুল ইসলামকে ২০ দিনের বিনাশ্রম সাজা প্রদান করে কারাগারে প্রেরণ নির্বাহী ম্যাজিস্ট্রেট। ভ্রাম্যমান আদালত কাজে সহায়তা করেন নবাবগঞ্জ থানা পুলিশের একটি টিম।

নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম বলেন, কৃষি জমি রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর
© এই ওয়েবসাইটি প্রিয়বাংলা২৪নিউজ.কম দ্বারা সংরক্ষিত।
পিবি লিংক এর একটি অঙ্গ প্রতিষ্ঠান