1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
কেরানীগঞ্জে ৩৫ কোটি টাকা মূল্যের সাড়ে ৭ একর খাস জমি উদ্ধার • PRIYOBANGLANEWS24
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৫:০৯ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে ৩৫ কোটি টাকা মূল্যের সাড়ে ৭ একর খাস জমি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেটের সময় : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৭ বার দেখা হয়েছে।

ঢাকার কেরাণীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ) এর আওতাধীন শুভাঢ্যা মৌজায় ৭.৫০ একর খাস জমি উদ্ধার যার বাজার মূল্য ৩৫কোটি টাকা। সোমবার ঢাকার জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান এর নির্দেশনায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফয়সল বিন করিম এর নেতৃত্বে ও সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমেনা মারজানের পরিচালনায় ৬ টি দাগের সাড়ে ৭ একর খাস জমি উদ্ধারপূর্বক পাকা পিলার স্থাপন করে লাল রং দ্বারা চিহ্নিত করা হয় এবং গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফয়সল বিন করিম জানান, ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান মহোদয়ের প্রত্যক্ষ দিক-নির্দেশনায় সকালে শুভাঢ্যা মৌজার ৬টি দাগে মোট ৭.৫০ একর খাস জমি উদ্ধার করে সরকারের দখলে আনয়ন করা হয়েছে। এগুলো রক্ষাবেক্ষনে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রে কে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি খাস জমি উদ্ধার ও রক্ষাবেক্ষনে স্থানীয়দের সাহায্য ও সহযোগিতাও কামনা করে আরো বলেন আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে এবং সরকারি খাস জমি উদ্ধারে কোন ছাড় দেওয়া হবে না।

এসময় আরও উপস্থিত ছিলেন, কেরাণীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ) এর কানুনগো এ কে এম আমিনুল ইসলাম, সার্ভেয়ার মোঃ জহিরুল ইসলাম, নাজির কাম ক্যাশিয়ার সোহেল রানা, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রনজিৎ চন্দ্র নাথ প্রমুখ।

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর
© এই ওয়েবসাইটি প্রিয়বাংলা২৪নিউজ.কম দ্বারা সংরক্ষিত।
পিবি লিংক এর একটি অঙ্গ প্রতিষ্ঠান