1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
শিলাকোঠা গোল্ডকাপ নাইট ক্রিকেট লীগের ফাইনাল অনুষ্ঠিত • PRIYOBANGLANEWS24
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৪:৫৩ পূর্বাহ্ন

শিলাকোঠা গোল্ডকাপ নাইট ক্রিকেট লীগের ফাইনাল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৭৭১ বার দেখা হয়েছে।

ঢাকার দোহার উপজেলার শিলাকোঠা গোল্ডকাপ নাইট ক্রিকেট লীগ ২০২২-২৩ (সিজন-৩) এর “গ্র‍্যান্ড ফিনালে” অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধায় শিলাকোঠা পাভেল মুন্সি ক্রিকেট গ্রাউন্ডে এই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলায় শিলাকোঠা রাইজিং স্টার শিলাকোঠা ইয়াং বয়জকে ২০ রান পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলায় ম্যান অফ দ্যা ফাইনাল বিজয়ী দলের মাহিম ও টুর্নামেন্ট সেরা পরাজিত দলের শফিকুল ইসলাম।

কুসুমহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের মন্ডলর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন ।

জমকালা আতশবাজির মাধ্যমে খেলার উদ্বাধ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোবাশ্বর আলম। অনুষ্ঠান আরা উপস্থিত ছিলেন টুর্নামেন্টের প্রধান পৃষ্টপোষক নয়াবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগর সাধারণ সম্পাদক মো. শহিদ মিয়া, নয়াবাড়ী ইউপি চেয়ারম্যান তৈয়বুর রহমান তরুন, মাহমুদপুর ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী, রাইপাড়া ইউপি চেয়ারম্যান মা. আমজাদ হোসেন, বিলাসপুর ইউপি চেয়ারম্যান মো. রাশেদ চোকদার, উপজলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বশির আহম্মেদ, উপজেলা স্বেছাসবকলীগের সাবেক সভাপতি বাসার চোকদার, ইঞ্জিনিয়ার বজলুর রহমান খান, মো. মনির হোসেন ভুইয়া , মো. রানা ভুইয়া , এস. এম বিপ্লব।

সার্বিক সহযাগিতা করেন লীগ কমিটির সভাপতি মোল্লা মো. হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক দাউদ আহমদ পাভেল, শিব্বির আহমেদ মল্লিক, এটিম ফরদস, জসিম বপারী, আদনান দোহারী, রেজাউল হক, আবু নাঈম দোহারী, ইউসুফ মোল্লা প্রমুখ।

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর
© এই ওয়েবসাইটি প্রিয়বাংলা২৪নিউজ.কম দ্বারা সংরক্ষিত।
পিবি লিংক এর একটি অঙ্গ প্রতিষ্ঠান