1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
শুকুর সাহেব স্মৃতি নাইট ক্রিকেট লীগ এর ফাইনালে নয়াবাড়ি টাইগার্স এর জয় • PRIYOBANGLANEWS24
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৬:০১ পূর্বাহ্ন

শুকুর সাহেব স্মৃতি নাইট ক্রিকেট লীগ এর ফাইনালে নয়াবাড়ি টাইগার্স এর জয়

শামীম আরমানঃ
  • আপডেটের সময় : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫৩ বার দেখা হয়েছে।

দোহার উপজেলা নয়াবাড়ি বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার হয়ে গেল শুকুর আলী নাইট ক্রিকেট লীগ এর ফাইনাল খেলা। খেলায় নয়াবাড়ি টাইগার্স বনাম নয়াবাড়ি ফ্রেন্ডস পাওয়ার অংশগ্রহণ করে।

টসে জিতে নয়াবাড়ি ফ্রেন্ডস পাওয়ার ব্যাটিং করতে আমন্ত্রন জানায় নয়াবাড়ি টাইগার্সকে। ব্যাটিং করতে নেমে নির্দিষ্ট ১০ ওভারে নয়াবাড়ি টাইগার্স ৩ উইকেট হারিয়ে ১৮৩ রান সংগ্রহ করে। জবাবে নয়াবাড়ি ফ্রেন্ডস পাওয়ার ১০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৯ রান করতে সক্ষম হয়। খেলায় ৬৪ রানে জয় পায় নয়াবাড়ি টাইগার্স। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ ও সিরিজ নির্বাচিত হন নয়াবাড়ি টাইগার্সের খেলোয়ার শফিকুল ইসলাম।

নয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়বুর রহমান তরুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন। অনুষ্ঠান উদ্বোধন করেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম।

অনুষ্ঠানের প্রধান পৃষ্টপোষক ছিলেন নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শহিদ মিয়া।

এছাড়া উপস্থিত ছিলেন, দোহার উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আলী আহসান খোকন শিকদার, ঢাকা জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ সাখাওয়াৎ হোসেন নান্নু, দোহার থানা অফিসার ইনচার্জ মোস্তফা কামাল, দোহার উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ, দোহার উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক শফিকুল ইসলাম সেন্টু, দোহার উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্বা বিষয়ক সম্পাদক মনির আহম্মেদ মোল্লা, নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বিল্লাল হোসেন, সহ সভাপতি বিশ্বজিৎ গুহ টুটুল, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মনির হোসেন ভূঁইয়া, এ্যাড. জহিরুল ইসলাম বিপ্লব, ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক আশিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সদস্য সেকেন্দার আলী মোল্লা সহ আরো অনেকে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নয়াবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জামিল মাহমুদ। খেলা শেষে বিজয়ী দলের টিম কর্ণধার আবু নাঈম দোহারীর হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন অতিথিরা।

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর
© এই ওয়েবসাইটি প্রিয়বাংলা২৪নিউজ.কম দ্বারা সংরক্ষিত।
পিবি লিংক এর একটি অঙ্গ প্রতিষ্ঠান