1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
নবাবগঞ্জে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে চার জনকে সাজা • PRIYOBANGLANEWS24
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৪:৪৪ পূর্বাহ্ন

নবাবগঞ্জে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে চার জনকে সাজা

সিনিয়র প্রতিবেদক
  • আপডেটের সময় : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৭২ বার দেখা হয়েছে।

ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নে চিতাখোলা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে ৪জন কে আটক করা হয়েছে। শনিবার সন্ধ্যায় তাদেরকে ভ্রাম্যমান আদালতে সাজা প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম।

ভ্রাম্যমান আদালত সৃত্র জানায়, শনিবার বিকালে উপজেলার চিতাখোলা এলাকায় মাদক বিরোধী ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় মুরসালিন (৪৩), সুজন মন্ডল (৪০), আসলাম (৪২), ও রাজু (৩৮) কে গাজা সেবন ও সংরক্ষণ করার অপরাধে আটক করে রাতে ভ্রাম্যমান আদালতে ৪টি মামলা দিয়ে প্রত্যেককে ১৫দিন করে বিনাশ্রম সাজা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

মাদক বিরোধী অভিযান কাজে সহযোগিতা করেন নবাবগঞ্জ থানা পুলিশ।

নবাবগঞ্জ থানা ডিউটি অফিসার পুলিশ উপরিদর্শক মফিজুর রহমান মোল্লা বলেন, ভ্রাম্যমান আদালতে সাজাকৃত আসামী ৪জনকে রবিবার সকালে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে।

নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম বলেন, মাদকের ব্যাপারে প্রশাসন জিরো টলারেন্স। উপজেলাকে মাদক মুক্ত করতে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর
© এই ওয়েবসাইটি প্রিয়বাংলা২৪নিউজ.কম দ্বারা সংরক্ষিত।
পিবি লিংক এর একটি অঙ্গ প্রতিষ্ঠান