1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
দোহারের নুরুল্লাপুর মেলায় প্রকাশ্যে চলছে মাদক বিক্রি! • PRIYOBANGLANEWS24
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৬:১৮ পূর্বাহ্ন

দোহারের নুরুল্লাপুর মেলায় প্রকাশ্যে চলছে মাদক বিক্রি!

তানজিম ইসলাম.
  • আপডেটের সময় : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৭০ বার দেখা হয়েছে।

ঢাকার দোহার উপজেলার নুরুল্লাপুর মেলায় প্রকাশ্যে বিক্রি হচ্ছে গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জামাদি।

সরেজমিনে শুক্রবার দুপুরে উপজেলার কুসুমহাটি ইউনিয়নের নুরুল্লাপুর মেলায় গিয়ে দেখা যায়, মেলায় কিছু পলিথিনের অস্থায়ী ঘুপচি ঘরে প্রকাশে চলছে মাদকের রমরমা বিকিকিনি। রয়েছে বসে খাওয়ার ব্যবস্থাও। ঘরের ভেতর গোল হয়ে জলসা বসিয়ে এক জনের পর আরেকজন ফুক দিচ্ছেন গাঁজার কলকিতে।
সাংবাদিক পরিচয় গোপন রেখে খদ্দের সেজে গাঁজা বিক্রিতে ব্যস্ত একজনের সাথে কথা বলতেই জানা যায় বিস্তারিত ঘটনা। তারা জানায়, সিগারেটের ভেতর থেকে তামাক ফেলে সেখানে গাঁজা ভরে বিক্রি করছে প্রতি শলাকা ২৫ থেকে ৫০ টাকা পর্যন্ত। এসব ঘুপচি ঘরগুলোতে ভিড় করছে একশ্রেণির বখাটে ও উঠতি বয়সের তরুণরা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, এসব অস্থায়ী ঘুপচি ঘরগুলোর পাওয়া যাচ্ছে ইয়াবাসহ নানারকম মাদকদ্রব্য।

স্থানীয় সূত্রে জানা যায়, নুরুল্লাপুর পাক দরবার শরীফের উরশকে কেন্দ্র করে একশ্রেণির ভাসমান সাধু চক্র মেলার একটি অংশে অবস্থান করে সেখানে পলিথিনের অস্থায়ী ঘর তুলে মাদকের ব্যবসা করেছে। যার ফলে বিপথে যাচ্ছে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা। অবক্ষয় সৃষ্টি হচ্ছে সমাজে।

এ ব্যাপারে মেলা কমিটির সাথে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি।

এ বিষয়ে দোহার থানার ওসি মোস্তফা কামাল বলেন, মাদকের ব্যাপারে কাউকে ছাড় দেয়া হবে না। আমাদের নিয়মিত অভিযান চলছে। মাদক বিক্রির সাথে জড়িত কাউকে ধরতে পারলেই মামলা দিয়ে কোর্টে চালান করা হবে।

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর
© এই ওয়েবসাইটি প্রিয়বাংলা২৪নিউজ.কম দ্বারা সংরক্ষিত।
পিবি লিংক এর একটি অঙ্গ প্রতিষ্ঠান