1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
নবাবগঞ্জে নিখোঁজ অটোরিকশা চালকের লাশ উদ্ধার • PRIYOBANGLANEWS24
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৪:৫৯ পূর্বাহ্ন

নবাবগঞ্জে নিখোঁজ অটোরিকশা চালকের লাশ উদ্ধার

সিনিয়র প্রতিবেদক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ১০৮১ বার দেখা হয়েছে।

ঢাকার নবাবগঞ্জ উপজেলার বক্সনগর ইউনিয়নের চক বালুরচর এলাকা থেকে রাকিব (২২) নামে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। এঘটনার জড়িত থাকা সন্দেহে এক যুবককে আটক করেছে পুলিশ।

নিহত অটোরিকশা চালক রাকিব উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের যন্ত্রাইল গ্রামের মৃত মালেক ফকিরের ছেলে।

নিহতের মামা ফরহাদ কবির চিহ্নিত করেছেন জানিয়ে বলেন, রাকিব গত বুধবার গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ ছিলেন।
ঐদিনই বিকালে অটোরিকশাটি উদ্ধার করে পুলিশ। পরে গত শুক্রবার নিখোঁজের ঘটনায় থানায় জিডি করা হয়েছিল।মঙ্গলবার চক বালুরচর এলাকার একটি পুকুরের কচুরিপানা পরিস্কার করার সময়ে ভেতর থেকে লাশ বের হতে দেখে শ্রমিকরা। তারা পুলিশকে জানালে লাশের সুরতহাল প্রতিবেদন শেষ সন্ধ্যায় থানায় আনা হয়।

এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে উপজেলার বড় বক্সনগর এলাকার এক বখাটে যুবককে আটক করেছে পুলিশ।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা রুজু করার প্রক্রিয়া চলছে। আটককৃত যুবককে জিজ্ঞাসাবাদ করা হবে।

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর
© এই ওয়েবসাইটি প্রিয়বাংলা২৪নিউজ.কম দ্বারা সংরক্ষিত।
পিবি লিংক এর একটি অঙ্গ প্রতিষ্ঠান