ঢাকার দোহার উপজেলায় এক প্রবাসীর বাড়ি রং করার জন্য কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
উপজেলার দক্ষিণ জয়পাড়া বড় মাঠ সংলগ্ন এলাকায় বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার দক্ষিণ জয়পাড়া মাঝিবাড়ি এলাকার আশেদ আলীর ছেলে মো. মনির হোসেন (৩৫) ও একই উপজেলার ইকরাশি খ্রিস্টান পাড়া এলাকার আসলামের ছেলে মো সানি (৩২)। এরা দুজনই রংয়ের কাজ করতেন।
সরজমিনে গিয়ে দেখা ও জানা যায়, দুই তলা বিশিষ্ট ওই বাড়িটির সীমানা ঘেঁষে রয়েছে ৩৩ হাজার ভোল্টের তারের মেইন লাইনের ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর একটি খুটি। সকালে ওই বাড়ি রং করার জন্য কাজ করার সময় ওই দুই শ্রমিক সেই তারে আকর্ষিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
সংবাদ পেয়ে দোহার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।
দোহার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন লিডার আব্দুল হাদী জানান, ওই বাড়িটির সীমানা ঘেঁষে যেহেতু বিদ্যুতের খুটি ও ৩৩ হাজার ভোল্টের মেইন লাইনের তার গিয়েছে এক্ষেত্রে বাড়ির মালিক ও শ্রমিকদের এ বিষয়ে অনেক বেশি সর্তক হওয়া উচিত ছিল।
ওসি (তদন্ত) আজহারুল জানান, ঘটনার পরপরই সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশ দুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
Leave a Reply
You must be logged in to post a comment.