ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধে পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন নবাবগঞ্জ এর আয়োজন করেন।
শুক্রবার বেলা সাড়ে ১০টায় বিয়াম ল্যাবরেটরি স্কুল প্রাঙ্গনে থেকে র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমান।
প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু।
সৈয়দ আব্দুল্লাহ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা মান্না, নারী ও শিশু অধিকার কর্মী মাধুরী বণিক, উপজেলা মৎস্য কর্মকর্তা কারিশমা আহমেদ, কলাকোপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইব্রাহীম খলিল, আগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিরিন চৌধুরী।
এছাড়াও সমাজে অবদান রাখা ৫জন নারীকে জয়িতা পুরস্কারে ভূষিত করে সম্মাননা জানানো হয়।
Leave a Reply
You must be logged in to post a comment.