ঢাকার নবাবগঞ্জের মৈত্রী হিন্দু কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের বিশেষ সাধারণ সভা ও ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। হাসনাবাদ চার্লি কমিউনিটি সেন্টারে বৃহস্পতিবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষনা করা হয়।
ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে চেয়ারম্যান পদে ডা. রামকৃষ্ণ সাহা (৭৯৭ ভোট), সেক্রেটারী পদে নয়ন কুমার রায় (৭৭৮ ভোট) ও ট্রেজারার পদে অমিত চন্দ্র শীল (৭৬৬ ভোট) নির্বাচিত হয়েছেন।
এছাড়া নির্বাচিত অন্যরা হলেন, ভাইস চেয়ারম্যান রিপন কুমার শীল (৭৫১ ভোট), জয়েন সেক্রেটারী অমিত কুমার বর্মন ( বিনা প্রতিদ্বন্দ্বিতায়), ডিরেক্টর অনিতা মালাকার (১০৭৬ ভোট), উন্নতি রানী সরকার (১০৯৫ ভোট), ঝর্ণা রানী মন্ডল (১০২২ ভোট) ও নিমাই চন্দ্র রায় (৯৫৯ ভোট)।
ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিটির সভাপতি উপজেলা সমবায় অফিসার রওশন আরা, সদস্য জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক মো. নকীব উল্লাহ, উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক মেরাজুল আলম ফলাফল ঘোষনা করেন।
Leave a Reply
You must be logged in to post a comment.