1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
বিশিষ্ট সমাজসেবক মোজাম্মেল হোসেন  চৌধুরী আর নেই  • PRIYOBANGLANEWS24
রবিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৩, ০৯:১৮ অপরাহ্ন

বিশিষ্ট সমাজসেবক মোজাম্মেল হোসেন  চৌধুরী আর নেই 

রির্পোটারের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ৩৫৭ বার দেখা হয়েছে।

সাংবাদিক খালিদ হোসেন সুমন এর শশুর বিশিষ্ট সমাজসেবক ও সুজাপুর কেন্দ্রীয় জামে মসজিদের সহ-সভাপতি মোজাম্মেল হোসেন চৌধুরী ( ৬৫) ইন্তেকাল করেছেন।  

১ ডিসেম্বর ঢাকা ন্যাশনাল হাসপাতালে লাইফ সার্পোট অবস্থায় ভোরে  ইন্তেকাল করেন। বাদ আসর সুজাপুর ঈদগা ময়দানে জানাযা শেষে  সামাজিক  কবরস্থানে  দাফন করা হয়।

গত বৃহস্পতিবার  শারীরিক অবস্থা  অবনতি হলে নবাবগঞ্জ  থেকে  ঢাকা বক্ষব্যাধী হাসপাতালে  নেওয়া হয়। সেখানে শারীরিক অবস্থা অবনতি হলে দ্রুত জাপান বাংলাদেশ হাসপাতালে আইসিইউ তে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য এরপট ঢাকা  ন্যাশনাল হাসপাতালে সিসিইউ পরে এসডিও নেওয়া হয়।  একদিন পর লাইফ সার্পোটে স্থানান্তর করা হয়।   মৃত্যকালে স্ত্রী এক মেয়ে দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী  রেখে  গেছেন। 

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর
© এই ওয়েবসাইটি প্রিয়বাংলা২৪নিউজ.কম দ্বারা সংরক্ষিত।
পিবি লিংক এর একটি অঙ্গ প্রতিষ্ঠান