ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে জনপ্রতিনিধি,মসজিদের ইমাম, শিক্ষক ও শিক্ষার্র্থী ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সাথে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমম্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আয়োজন করেন নবাবগঞ্জ উপজেলান প্রশাসন।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আব্দুল ওয়াছেক মিলনায়তনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা কার্যালয়ের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ঢাকা জেলা মাদক নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ-পরিচালক মো. বাহউদ্দিন, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম শেখ।
Leave a Reply
You must be logged in to post a comment.