দোহার উপজেলার জয়পাড়া ক্লিনিক সংলগ্ন মোড়ল মার্কেটে বুধবার দুপুরে রয়েল রেস্টুরেন্ট এর উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় প্রতিষ্ঠানটির পরিচালকরা বলেন, দোহার উপজেলার বিভিন্ন রেস্টুরেন্টে খাবারের মান ভাল হলেও রেস্টুরেন্টের পরিবেশগত দিক থেকে পিছিয়ে রয়েছে। সেই বিষয়টিকে বিবেচনা করে ভাল মানের খাবার ও পরিবেশ দুটোকেই প্রাধান্য দিয়ে আমরা আমাদের এই প্রতিষ্ঠানটির যাত্রা শুরু করেছি। দোহারের ভোজন বিলাসী মানুষদের চাহিদার কথা মাথায় রেখে প্রতিষ্ঠানটি চাইনিজ, থাই, ইটালিয়ান, এরাবয়িান খাবারের পাশাপাশি বাংলা খাবারের বেশ কিছু আইটেমের ব্যবস্থা রয়েছে। সেই সাথে ভাল খাবারের নিশ্চয়তায় তারা বদ্ধপরিকর বলে জানান ।
প্রতিষ্ঠানটির কর্ণধার মায়া সাইদুল এর কন্ঠেও ছিল একই প্রত্যয়।
যা থাকছে রয়েল রেস্টুরেন্টের মেন্যুতে
সকালের নাস্তায় রুটি, পরাটা, ডিম, ডাল, ভাজি, চা।
দুপুরের খাবারে রুপচাঁদা ফ্রাই, ভাত, ডাল, গুড়া মাছ, ভর্তা, চিকেন ক্বারী, সবজি, চিকেন খ্যাপসা, মাটন খ্যাপসা, চিকেন তেহেরী, চিকেন গ্রীল, প্লেন নান, বাটার নান ও সরমা। সন্ধ্যায় পিজ্জা সহ চাইনিচ, ইটালিয়ান, এ্যারাবিয়ান ও বিভিন্ন খাবারের নানা সমাহার।
Leave a Reply
You must be logged in to post a comment.