৪৪তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ উপলক্ষ্যে কেরানীগঞ্জে দিনব্যাপী ডিজিটাল মেলার ও উদ্বোধনী অলিম্পিয়াড উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে কেরানীগঞ্জের কোনাখোলা উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা পরিষদের সার্বিক তত্বাবধায়নে এই মেলার উদ্বোধন করেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ। এ উপলক্ষ্যে আনন্দ র্যালী, আলোচনা সভা ও বিঞ্জান মেলার আয়োজন করা হয়।
মেলায় কেরানীগঞ্জের বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিভিন্ন প্রতিষ্ঠানের ৩৮টি স্টলে বিজ্ঞান সম্পর্কিত প্রকল্প প্রদর্শন করা হয়ে। পরে স্টল গুলো ঘুরে দেখেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভম্যাজিস্ট্রেট শেখ মোহাম্মদ আলাউল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শহিদুল ইসলামসহ আরো অনেকে।
Leave a Reply
You must be logged in to post a comment.