1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
দোহারে শেয়ালের কামড়ে আহত ১২, এলাকায় আতঙ্ক • PRIYOBANGLANEWS24
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ১১:৫০ অপরাহ্ন

দোহারে শেয়ালের কামড়ে আহত ১২, এলাকায় আতঙ্ক

সিনিয়র প্রতিবেদক.
  • আপডেটের সময় : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ৯০৫ বার দেখা হয়েছে।

ঢাকার দোহার উপজেলার নিকড়া, কাটাখালী, ইউসুফপুর ও খাড়াকান্দা এলাকায় শেয়ালের কামড়ে দুইদিনে ১২ জন আহত হয়েছে। স্থানীরা বলছে, শেয়ালটি পাগলা হওয়ায় এমন ঘটনা ঘটেছে। শেয়ালের আতঙ্কে তিনটি গ্রামের হাজারো মানুষের ঘুম নেই।

আহতরা হলেন নিকড়া এলাকার খোরশেদ খানের ছেলে আব্দুল সালাম(৫০), লিটনের স্ত্রী সুমি ( ৩৪), মমিন খানের স্ত্রী ফিরোজা ( ৫০), লিটনের ছেলে সাঈম বেপারী(১৭), চান খানের ছেলে জালাল খান (৬০), কাটাখালী এলাকার রিপনের স্ত্রী লাইলী (৩৫), সেন্টুর ছেলে ফাহিম (৭), মজর আলীর ছেলে মোঃ ফরহাদ ( ৪৫), সালাম বেপারীর ছেলে কাউম (৬০), শহিদের ছেলে সজিব হোসেন (২৭), খাড়াকান্দা আব্দুস সামাদের ছেলে জাকির হোসেন (৩৮) ও ইউসুফপুর এলাকার মৃত শেখ হাকিমের ছেলে শেখ নবিন হোসেন সহ এ রিপোর্ট লেখা পর্যন্ত ১২ জন।
আহতরা সবাই দোহার উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

এ বিষয়ে দোহার উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মোঃ শামীম হোসেন জানান, যেহেতু এটা বণ্যপ্রাণী তাই এর কামড় মারাত্বক। যাকে কামড়াবে অবশ্যই সেই ব্যক্তির আক্রান্ত স্থানে অন্তত ১৫ মিনিট কাপর কাচা সাবান দিয়ে ধৌত হবে এবং ৫টি ভ্যাকসিন পর্যায়ক্রমে নিয়মতান্ত্রিকভাবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী দিতে হবে। তাহলে তিনি সুরক্ষা পাবেন।

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর
© এই ওয়েবসাইটি প্রিয়বাংলা২৪নিউজ.কম দ্বারা সংরক্ষিত।
পিবি লিংক এর একটি অঙ্গ প্রতিষ্ঠান