1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
বিয়ের দেড় মাসের মাথায় বিদ্যুৎস্পর্শে নবদম্পতির মৃত্যু • PRIYOBANGLANEWS24
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ১১:৪৫ অপরাহ্ন

বিয়ের দেড় মাসের মাথায় বিদ্যুৎস্পর্শে নবদম্পতির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক.
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ৭৮৮ বার দেখা হয়েছে।

ঢাকার কেরানীগঞ্জে বিয়ের দেড় দেড় মাসের মাথায় বিদ্যুস্পর্শে এক নবদম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে বারোটার দিকে আটিবাজার সুজন হাউজিংয়ের একটি চারতলা বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দক্ষিণ কেরানীগঞ্জের আমবাগিচা এলাকার স্থানীয় বাসিন্দা মোঃ আলীর ছেলে মোঃ ইসমাইল (২০) ও ইসমাইলের স্ত্রী নাসরিন আক্তার কাজল (১৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, চারতলা বিল্ডিং এর উপর থেকে মেইন গেটের চাবি নিচে ফেলতে গিয়ে বিদ্যুতের তারে আটকে পড়লে তা পাড়তে গিয়ে প্রথমে বিদ্যুৎতায়িত হয় স্বামী, তাকে বাঁচাতে গিয়ে স্ত্রী বিদ্যুতায়িত হয়। পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করে। বিকেলে নিহতদের লাশ আগানগর খালপাড় এলাকায় পৈত্তিক বাড়িতে নিয়ে আসলে সেখানে হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।

কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ জানান, নিহতদের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর
© এই ওয়েবসাইটি প্রিয়বাংলা২৪নিউজ.কম দ্বারা সংরক্ষিত।
পিবি লিংক এর একটি অঙ্গ প্রতিষ্ঠান