ঢাকার দোহার উপজেলার রাইপাড়া ফুলতলা এলাকা থেকে পাঁচ মাদক কারবারিকে কৌশলে আটক করেছে দোহার থানা পুলিশ। তাদের বিরুদ্ধে দোহার থানায় মাদক আইনে মামলা হয়েছে।
আটককৃতরা হলেন, উপজেলার রাইপাড়া গ্রামের আঃ সালামের ছেলে আকাশ ওরফে কাবজাব আকাশ (২৬), হাতুরপাড়ার মোঃ আলেছের ছেলে রনি ওরফে মেকার রনি (৩০), কাঠালীঘাটা গ্রামের আসলামের ছেলে আকাশ ওরফে সুইডেন আকাশ, একই গ্রামের মোঃ মঞ্জুর ছেলে সারুফ(১৯) ও হাতুরপাড়া গ্রামের মোঃ জাহাঙ্গীরের ছেলে শেখ রবিন ( ২৬)।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, রবিবার উপজেলার ফুলতলা একতলা মসজিদ সংলগ্ন রনির মটরস এর সামনে মাদক লেনদেনের সময় তাদেরকে আটক করে দোহার থানার এএসআই নান্টু কৃঞ্চ মজুমদারের নেতৃত্বে একদল পুলিশ সদস্যরা। মাদক কারবারিদের ধরতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সেখানে ওৎ পেতে ছিল। এসময় তাদের কাছ থেকে ২০০ পুড়িয়া হেরোইন, ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজার মুল্যে আনুমানিক প্রায় ২ লক্ষ ৬০ হাজার টাকা বলে জানান পুলিশ। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
Leave a Reply
You must be logged in to post a comment.