1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
দোহারে পুলিশের জালে পাঁচ মাদক কারবারি • PRIYOBANGLANEWS24
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ১২:৩৬ পূর্বাহ্ন

দোহারে পুলিশের জালে পাঁচ মাদক কারবারি

সিনিয়র প্রতিবেদক.
  • আপডেটের সময় : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ১৭৭৩ বার দেখা হয়েছে।

ঢাকার দোহার উপজেলার রাইপাড়া ফুলতলা এলাকা থেকে পাঁচ মাদক কারবারিকে কৌশলে আটক করেছে দোহার থানা পুলিশ। তাদের বিরুদ্ধে দোহার থানায় মাদক আইনে মামলা হয়েছে।

আটককৃতরা হলেন, উপজেলার রাইপাড়া গ্রামের আঃ সালামের ছেলে আকাশ ওরফে কাবজাব আকাশ (২৬), হাতুরপাড়ার মোঃ আলেছের ছেলে রনি ওরফে মেকার রনি (৩০), কাঠালীঘাটা গ্রামের আসলামের ছেলে আকাশ ওরফে সুইডেন আকাশ, একই গ্রামের মোঃ মঞ্জুর ছেলে সারুফ(১৯) ও হাতুরপাড়া গ্রামের মোঃ জাহাঙ্গীরের ছেলে শেখ রবিন ( ২৬)।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, রবিবার উপজেলার ফুলতলা একতলা মসজিদ সংলগ্ন রনির মটরস এর সামনে মাদক লেনদেনের সময় তাদেরকে আটক করে দোহার থানার এএসআই নান্টু কৃঞ্চ মজুমদারের নেতৃত্বে একদল পুলিশ সদস্যরা। মাদক কারবারিদের ধরতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সেখানে ওৎ পেতে ছিল। এসময় তাদের কাছ থেকে ২০০ পুড়িয়া হেরোইন, ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজার মুল্যে আনুমানিক প্রায় ২ লক্ষ ৬০ হাজার টাকা বলে জানান পুলিশ। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।

এখান থেকে আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

ক্যাটাগরির আরো খবর
© এই ওয়েবসাইটি প্রিয়বাংলা২৪নিউজ.কম দ্বারা সংরক্ষিত।
পিবি লিংক এর একটি অঙ্গ প্রতিষ্ঠান