ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নবাবগঞ্জ উপজেলার পূর্ব শাখার সহসভাপতি ও শোল্লা মহিউস সুন্নাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা নুরুল আলম আতীকি স্মরণে ও তার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টায় উপজেলার দিঘিরপাড় দলের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মুজাহিদ সহ অঙ্গ সংগঠন নবাবগঞ্জ পূর্ব শাখা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নবাবগঞ্জ উপজেলার পূর্ব শাখার সভাপতি মো.কবির শিকদার।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণ সভাপতি আলহাজ মো. শাহাদাৎ হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণ সেক্রেটারী হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, সহ সাংগঠনিক মো. শাহিন।
মুফতি ইব্রাহিম খলিলের উপস্থাপনায় আরও বক্তব্য রাখেন মুফতি আব্দুল আলিম, মাওলানা আনোয়ার হোসাইন, মুফতি আল আমিন, মাওলানা রঈসুদ্দিন, মুফতি শেখ বুরহান উদ্দিন, মাওলানা বাহলুল ইসলাম ও মুফতি ইব্রাহিম খলিল।
উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নবাবগঞ্জ উপজেলার পূর্ব শাখার অর্থ সম্পাদক মাওলানা রেজাইল করিমসহ উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ।
Leave a Reply
You must be logged in to post a comment.