ঢাকার দোহার উপজেলার জয়পাড়া সরকারি হাসপাতালে সড়কে অবস্থিত হোটেল আব্বাসে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
ঘটনার পর পর স্থানীয়া আগুন নিয়ন্ত্রণ করতে না পেরে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের দোহার স্টেশন অফিসার মোঃতামিম ও লিডার আব্দুল হাদির নেতৃত্বে একটি টিম এসে আগুন নিয়ন্ত্রন করতে সক্ষম হয়। এ ঘটনায় তেমন কোন ক্ষতি হয়নি হোটেলের।
তবে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছে গ্যাস সিলিন্ডার বিস্ফোরন হলে আশপাশের দোকান সহ মার্কেটের বড় ধরনের ক্ষতি হতো। তবে সবার সচেতনতা ও আমাদের সঠিক সময়ে উপস্থিতি এ যাত্রায় তেমন কোন বিপদের ঘটনা ঘটেনি।
তবে স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, ঐ হোটেলের মধ্যে বেশ কিছু গ্যাস সিলিন্ডার মজুদ রাখা রয়েছে। অনেকেই বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা করছেন। তারা বলছেন, অকারনে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত গ্যাস সিলিন্ডার মজুদ রাখায় পুনরায় এধরনের ঘটনা ঘটলে বড় ধরনের ক্ষতি আশঙ্কা রয়েছে। যেহেতু এ মার্কেটের প্রায় সবই ওষধের দোকান।
Leave a Reply
You must be logged in to post a comment.