“প্রশিক্ষিত যুব, উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা সভা কক্ষে আলোচনা সভা, সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ করা হয়। উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজন করে।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমান।
আলোচনা শেষে ২৭জন প্রশিক্ষনার্থীদের মাঝে ৮ লাখ ৫০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়। এছাড়াও ৩০ জন প্রশিক্ষনার্থীদের সনদপত্র ও ৬শ’ টাকা করে সম্মানি ভাতা প্রদান করা হয়।
উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাসান মাহমুদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
Leave a Reply
You must be logged in to post a comment.