ঢাকার দোহারে গণ অনশণ করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দোহার উপজেলা শাখা।
২০১৮ সালের নির্বাচনে সরকারি দলের ৭ টি নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও সাম্প্রতিক সহিংসতা বন্ধের দাবিতে তাদের এ গণ অনশন বলে জানান নেতারা।
শনিবার সকাল থেকে উপজেলার জয়পাড়া রতন স্বাধীনতা চত্তরে সংগঠনটির নেতা কর্মীরা এ গণ অনশণ পালন করছেন।
এ সময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি আশুতোষ সাহা, সহ সভাপতি রুপচান বিশ্বাস, সাধারণ সম্পাদক ইন্দজিৎ পাল, আইন বিষয়ক সম্পাদক ডা. মাখন লাল বৈদ্য, সদস্য পবিত্র চন্দ্র দাস, কানাই লাল দাস, সুধীর চন্দ্র সরকার, শ্যামল চন্দ্র বাড়ই, সমীর সরকার, স্বপন বৈদ্য, মন্টু কুমার বিশ্বাস, দ্বীপক দাস, শিউলি সরকার, স্বরসতী সূত্রধরসহ আরও অনেকে।
Leave a Reply
You must be logged in to post a comment.